ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

রাস্তা ভাঙা-চোরা এবং ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে জানা গেছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশা থাকার কারণে যানজট আরও প্রকট আকার ধারণ করেছে।রবিবার মহাসড়কের বিভিন্ন স্থানে গিয়ে দেখা গেছে, ভাঙা রাস্তায় যানবাহন আটকে এবং ঘন কুয়াশার কারণে যানজটে স্থবির হয়ে পড়েছে মহাসড়ক। পরিবহন শ্রমিকরা ও যাত্রীরা অভিযোগ করেছেন-রামনা বাইপাস, করটিয়া, নাটিয়াপাড়া, জামুর্কি, ইচাইল, ধেরুয়া, হাঁটুভাঙ্গা ও কালিয়াকৈর এলাকায় ৭-৮টি মালবাহী ট্রাক ও দুটি যাত্রীবাহী বাস ফেঁসে গিয়ে যানজট সৃষ্টি হচ্ছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক সাংবাদিকদের বলেন, একদিকে ভাঙা রাস্তা, অপর দিকে ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচল করতে পারছে না। তীব্র শীত উপেক্ষা করে যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশ, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনি ধনকুবের মাসরি সৌদি আরবে আটক
পরবর্তী নিবন্ধপশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত