পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে যান চলাচলের স্বাভাবিক গতি।
মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি। আজ বৃহস্পতিবার ভোর থেকেই এ যানজট সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফ্লাইওভারের কাজ, দুইটি রেল ওভার ব্রিজ, ভাঙাচোরা ব্রিজ, রাস্তা এবং মহাসড়ক দেখা শোনার কাজে নিয়োজিত সড়ক ও জনপথ বিভাগসহ দুই সংস্থার মধ্যে সমন্বয়হীনতার অভাবই যানজট সৃষ্টির মূল কারণ। এ ছাড়া মহাসড়কের দুই পাশে ট্রাক দিয়ে মাটি ফেলার কারণে মহাসড়ক এখন অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ১ ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগছে ১০ ঘণ্টা। এতে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করছে।