ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
ঈদ‌কে কেন্দ্র ক‌রে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক বে‌ড়ে যায় যানবাহনের সংখ‌্যা। এতে যানজটের পাশাপা‌শি ভোগা‌ন্তিতে পড়‌তে হয় যাত্রী ও চালক‌দের। ‌ শ‌নিবার (২২ জুন) দিনভর এই মহাসড়‌কে যানজট ও ধীরগ‌তি থাক‌লেও রাত ৯টার পর যানবাহন চলাচল স্বাভা‌বিক হয়েছে।

এর আগে সকাল থে‌কে রাত ৮টা পর্যন্ত মা‌ঝে ম‌ধ্যে মহাসড়‌কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত কোথাও ধীরগ‌তি কোথাও যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়। এর ফ‌লে ঈদের ছু‌টি শে‌ষে কর্মস্থ‌লে ফেরা লোকজনকে চরম ভোগা‌ন্তিতে পড়‌তে হ‌য়ে‌ছে।

ত‌বে এই ভোগা‌ন্তি কিছুটা লাঘব হ‌য়ে‌ছে উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা ঢ‌াকাগামী যানবাহনগু‌লো ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক সড়ক‌ দি‌য়ে চলাচল করায়। এতে ২৯ কি‌লো‌মিটার ওই আঞ্চ‌লিক সড়‌কেও চাপ ছিল। ফ‌লে মহাসড়‌কে যানজট নিরস‌নে ওই আঞ্চ‌লিক সড়ক‌টি ব‌্যাপক ভ‌ূ‌মিকা রে‌খেছে।

জানা গে‌ছে, ঈদ শে‌ষে উত্ত‌রের মানুষজন কর্মস্থ‌লে ফির‌তে শুরু ক‌রে‌ছে। এতে মহাসড়‌কে বে‌ড়ে‌ছে যানবাহনের চাপ। ত‌বে সকাল থে‌কে বি‌কেল পর্যন্ত টাঙ্গাইলে হালকা ও ভারী বৃ‌ষ্টির কার‌ণে যানবাহন ধীরগ‌তি‌তে চলাচল ক‌রে‌ছে‌। এছাড়া ফিট‌নেস‌বিহীন যানবাহন সড়‌কে বিকল হওয়ার ঘটনাও ঘ‌টে‌ছে।

এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, সন্ধ‌্যার পর কম‌তে শুরু ক‌রে মহাসড়‌কে যানবাহ‌নের চাপ। এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক একমু‌খী করায় বর্তমা‌নে স্বাভাবিক গ‌তি‌তে যানবাহন চলাচল কর‌ছে।

পূর্ববর্তী নিবন্ধরাত ১০টা-ভোর ৬টা পর্যন্ত মোবাইল টাওয়ার নিষ্ক্রিয় রাখার প্রস্তাব
পরবর্তী নিবন্ধভারতের কাছে হেরে সেমির স্বপ্ন শেষ বাংলাদেশের