ঢাকা ছাড়লেন অস্ট্রেলিয়ার ২২০ নাগরিক

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে আরও ২২০ জন অস্ট্রেলিয়ান নাগরিক নিজ দেশের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেছেন।

শনিবার (৯ মে) শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তাদের পরিবারের সদস্যদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বলে জানিয়েছে ঢাকার অস্ট্রেলিয়ান হাই কমিশন।

তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো নিজ দেশের নাগরিকদের ফেরত নিলো অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ান হাইকমিশন জানায়, ফ্লাইটটিতে আট জন নিউজিল্যান্ডের নাগরিক এবং স্থায়ী বাসিন্দাও ছিলেন।

এর আগে ১৬ এপ্রিল বাংলাদেশ ছেড়ে যাওয়া ২৮৫ জনসহ এই নিয়ে ৫০০ এর বেশি অস্ট্রেলিয়ান নাগরিককে দেশে ফিরে যেতে সাহায্য করল হাইকমিশন।

এ সময় অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বিমানবন্দরে উপস্থিত ছিলেন এবং বিদায়ী যাত্রীদের সঙ্গে আলাপ করেন। পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিমানবন্দরে অস্ট্রেলিয়ান হাইকমিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

পূর্ববর্তী নিবন্ধকরোনায় ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৬৩৬
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে এবার গার্মেন্টস কর্মীর করোনা সনাক্ত : বাড়ী লকডাউন