ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশায় ওড়না পেছিয়ে কলেজ ছাত্রী নিহত

সীতাকুণ্ড,চট্টগ্রামঃ-

সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ১৫ জুলাই দুপুর  ২ ঘটিকার সময় অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে মিনু আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত মিনু আক্তার মহাদেবপুর গ্রামের নলুয়াপাড়ার এজাহার মিয়া সওদাগরের মেয়ে বলে জানা  যায়। সে সম্প্রতি সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। স্হানীয় সূত্রে,  জানা যায়,  দুপুরের দিকে সীতাকুণ্ড সদর থেকে একটি ব্যাটারি চালিত অটোরিক্সায় নিজ বাড়ির দিকে যাচ্ছিল। তার রিক্সাটি সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশান এলাকা অতিক্রমের সময় তার গলায় থাকা ওড়না রিক্সার চাকায় পেঁচিয়ে গেলে গলায় ফাঁস লেগে সে গাড়ি থেকে পড়ে যায়। এসময় এলাকাবাসী তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধসিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৯ যাত্রী নিহত
পরবর্তী নিবন্ধবেসরকারি চাকরিজীবীরাও ফ্ল্যাট পাবে : প্রধানমন্ত্রী