ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই অসুস্থ বন্দির মৃত্যু

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) হাজতী গোলাম রাব্বানী বাচ্চু (৪৫) ও কয়েদী শামীম (৪৪) নামে দুই অসুস্থ বন্দি মারা গেছেন।

জানা গেছে, হাজতি বাচ্চু লালবাগ আজিমপুর মোড় এলাকার মৃত আবুল হাসেম মিয়ার ছেলে এবং কয়েদি শামীম দোহার উপজেলার দক্ষিণ শিমুলিয়া গ্রামের শওকত আলী মোড়লের ছেলে।

গতকাল শুক্রবার রাতে তাদের গুরুতর অসুস্থ অবস্থায় কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টায় বাচ্চু ও রাত পৌনে ৪টায় শামিমকে মৃত ঘোষণা করেন।আজ শনিবার সকালে ঢামেক হাসপাতালের ডিউটিরত কারারক্ষী হানিফ মিয়া এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত বাচ্চুর হাজতি নম্বর ৪১৬৮৭/১৭। আর শামীম পারিবারিক মামলায় কারাগারে বন্দি ছিল। তার কয়েদি নম্বর ১২৫৯/এ।

কারারক্ষী হানিফ মিয়া আরো বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গ থেকে কলেজ মর্গে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিচারবিভাগের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করতে হবে: ওয়াহ্হাব মিঞা
পরবর্তী নিবন্ধনাটোরে যাত্রীবাহী বাস এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২