পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকা ও চট্টগ্রামগামী নৈশকোচ থেকে ৭২ জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। গতকাল রবিবার দিবাগত রাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বেশ কয়েকটি নৈশকোচে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
প্রসঙ্গত, গত ২৫ আগস্ট দেশটির পুলিশের ওপর বিদ্রোহী রোহিঙ্গাদের চালানো হামলার প্রতিক্রিয়ায় রাখাইনে সেনা অভিযান শুরু হয়েছে। যার কারণে প্রায় তিন লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। বাংলাদেশে শরণার্থীর স্রোত এখনো অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে র্যাব কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন জানান, আটক রোহিঙ্গারা বাংলাদেশে এসে কৌশলে ঢাকা ও চট্টগ্রামে চলে যাচ্ছিল। কক্সবাজারের লিংক রোড এলাকায় নৈশকোচে তল্লাশি করে ৭২ রোহিঙ্গাকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটক রোহিঙ্গাদের কুতুপালংয়ে নির্ধারিত শরণার্থী শিবিরে পৌঁছে দেওয়া হবে।