ঢাকা উত্তর সিটিতে বৃহস্পতিবার সাধারণ ছুটি

সাইদ রিপন:

আসন্ন ঢাকা উত্তর সিটিকরপোরেশন (ডিএনসিসি) নির্বাচনউপলক্ষে ভোটের দিন বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়থেকে গণমাধ্যম পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, নির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট সিটিকরপোরেশন এলাকার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস,প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের

সুবিধার্থে ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি করপোরেশন এলাকায় যদি ওই তারিখে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে ওই পরীক্ষার কেন্দ্রসমূহ ওপরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীরা সাধারণ ছুটির আওতায় বহির্ভূত।

প্রসঙ্গত, আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তরসিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধ২০২০ সালের মধ্যে ই-জিপি বাস্তবায়ন সম্ভব: পরিকল্পনামন্ত্রী
পরবর্তী নিবন্ধচকবাজার ট্র্যাজেডি : আনোয়ারের পর চলে গেলেন সোহাগ