পপুলার২৪নিউজ ডেস্ক:
রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন পরিদর্শন করতে ঢাকা আসছেন ইউরোপীয় ইউনিয়নের অভিবাসী নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক উচ্চপর্যায়ের প্রতিনিধি ফেডেরিকা মগিরিমি।
আগামী ১৯ নভেম্বর তিনি ঢাকা আসবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।
আসন্ন এশিয়া-ইউরোপ সম্মেলনের (আসেম) আগে ফেডেরিকার এ সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
আগামী সপ্তাহে আসেম সম্মেলন অনুষ্ঠিত হবে মিয়ানমারের রাজধানী নেইপেদুতে।ওই সম্মেলনে প্রায় ৫০ দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও ১৯ নভেম্বর মিয়ানমার যাচ্ছেন।
সেখানে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ইস্যু গুরুত্ব পাবে।
বিশেষ করে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার প্রতি জোর দেয়া হবে। প্রত্যাবাসন প্রক্রিয়ার ক্ষেত্রে মতপার্থক্য দূর করার বিষয়টিও প্রাধান্য পেতে পারে।
মিয়ানমার ১৯৯২ সালের চুক্তি অনুযায়ী দ্বিপক্ষীয়ভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনে আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশ নতুন চুক্তির প্রস্তাব দিয়ে প্রত্যাবাসন প্রক্রিয়ায় জাতিসংঘসহ আন্তর্জাতিক অংশীদারদের অন্তর্ভুক্তি চেয়েছে।
কর্মকর্তারা বলছেন, আসেম সম্মেলনের এজেন্ডায় রোহিঙ্গা ইস্যু অন্তর্ভুক্ত নয়। তবে এশিয়া ও ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির সঙ্গে সাইডলাইনে দ্বিপক্ষীয় আলোচনায় এ ইস্যু তুলতে পারেন।
বাংলাদেশের লক্ষ্য হল- আন্তর্জাতিক চাপের মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে রাজি করানো।