ঢাকায় স্মার্টফোন মেলা শুরু ৪ জুলাই

নিজস্ব প্রতিবেদক: আবার আসছে স্মার্টফোন ও ট্যাব মেলা। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ৪ জুলাই এই মেলা শুরু হবে। তিনদিনের এই মেলা চলবে ৬ জুলাই পর্যন্ত।
দেশের স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাব পরখ করে দেখার সুযোগ দিতে বসছে এই মেলা। স্মার্টফোন ও ট্যাব নিয়ে দেশে এটিই সবচেয়ে বড় আয়োজন। এক্সপো মেকারের আয়োজনে এটি হবে ১২তম আসর।
এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান বলেন, বরাবরের মতো মেলায় সর্বশেষ প্রযুক্তি ও ডিজাইনের ডিভাইস নিয়ে হাজির হবে দেশী-বিদেশী সেরা স্মার্টফোন ব্র্যান্ডগুলো।
এ ছাড়াও, মেলায় স্মার্টফোন ও ট্যাবলেটের পাশাপাশি আনুষঙ্গিক গ্যাজেটও পাওয়া যাবে। নতুন পণ্যের পাশাপাশি মেলায় বরাবরের মতো থাকবে বিশেষ ছাড় ও উপহার।
এ ছাড়াও, বিভিন্ন ব্র্যান্ডের বিশেষ সব আয়োজন তো রয়েছেই বলেন মুহম্মদ খান। এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

 

 

পূর্ববর্তী নিবন্ধবাজেটে সিমেন্টের কাঁচামাল আমদানিতে ৫ শতাংশ আগাম কর প্রত্যাহারের দাবি
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড থেকে গরু চুরি প্রশাসনের সহযোগিতায় উদ্ধার