ঢাকায় মাতাতে আসছেন নচিকেতা

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী। বাংলাদেশে তার অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে। সেই ভক্তদের জন্য সুখবর হলো, খুব শিগগির ঢাকায় গান গাইতে আসছেন তিনি।

জনপ্রিয় এ শিল্পীকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে আজব রেকর্ড ও আজব কারখানা। ফেসবুকে দেওয়া এক পোস্টে তারা জানিয়েছে, আগামী ১০ নভেম্বর রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে (কেআইবি) গাইবেন নচিকেতা।

 

ওই অনুষ্ঠানের নাম ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’। খুব শিগগির এ অনুষ্ঠানের টিকিট ও অন্যান্য তথ্য নিয়ে বিস্তারিত জানাবে আজব রেকর্ড ও আজব কারখানা।

 

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেছেন, ‘আমাদের সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। আগামী ১০ নভেম্বর দাদা (নচিকেতা) আসছেন। আশা করছি দাদার ভক্তরা অনেকদিন পরে সরাসরি তার কণ্ঠে গান শুনতে পারবেন।’

জয় আরও বলেন, ‘নচিকেতা দাদার ক্যারিয়ারের ৩০ বছর পূর্তি এ বছর। কলকাতায় একটা অনুষ্ঠান হয়েছে ‘তিরিশে নচিকেতা’ শিরোনামে। এবার ঢাকায় তার বাংলাদেশি শ্রোতাদের জন্য এই আয়োজন।’

 

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের পাশে আতিফ আসলাম
পরবর্তী নিবন্ধনবম শ্রেণিতে ২০২৪ শিক্ষাবর্ষ থেকে বিভাগ থাকছে না