নিজস্ব প্রতিবেদক : সড়কে মারামারির ঘটনায় গ্রেপ্তার ভিডিও অ্যাপস লাইকির কথিত পরিচিত মুখ অপু ওরফে ‘অপু ভাই’ ও তার এক সহযোগীকে কারাগারে পাঠিছেন আদালত।
মঙ্গলবার অপু (২০) ও তার সহযোগী নাজমুলকে (২১) আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে, আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সোমবার সন্ধ্যায় উত্তরা ৬ নম্বর সেক্টরের আলাউল এভিনিউয়ের ১২ নম্বর বাড়ির পাশের সড়ক থেকে তাদেরকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক প্রকৌশলীর সাথে মারামারির সময় তাকে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে থানায় নিয়ে যায়। পরবর্তীতে একটি মামলায় অপুকে গ্রেপ্তার দেখানো হয়।
সম্প্রতি নোয়াখালীর সোনাইমুড়ি থেকে নতুন টিকটক ভিডিও বানানোর উদ্দেশ্যে ঢাকায় আসেন অপু। দক্ষিণখানের এক বাসায় ওঠেন তিনি। পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় উত্তরার কিছু স্থানীয়দের উপর হামলা চালায় অপু ও তার সঙ্গীরা। এদেরই একজন পরে থানায় মামলা করে।
পুলিশ আরো জানায়, রবিবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রবিন তার তিন বন্ধুকে নিয়ে গাড়ি চালিয়ে আসছিলেন। সেসময় উত্তরার ৮ নম্বর সেক্টরের এক রাস্তায় বন্ধুদের নিয়ে ভিডিও তৈরি করছিলেন অপু। তারা রাস্তা বন্ধ করে রাখায় তাদের ভর্তৎসনা করেন রবিন। এতে ক্ষিপ্ত হয়ে অপু ও তার সঙ্গীরা তাদের উপর হামলা চালায়। এতে রবিন ও তার দুই বন্ধু গুরুতর আহত হন। হামলায় মাথা ফেটে যায়। এই ঘটনায় উত্তরা পূর্ব থানায় মামলা করেন ভুক্তভোগী।
এ ঘটনা নিয়ে রবিনের বন্ধু হাসিবুল হক ফেসবুকে একটি স্ট্যাটাস দিলে দ্রুতই তা ভাইরাল হয়ে পড়ে।
হাসিবুল জানান, তারা সেক্টর আটের কাছে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় ৬০-৭০ জন কিশোর সেখানে আসে, তাদের একজনের ছিল ‘অদ্ভুত স্টাইলের চুল’।
এর কিছুক্ষণ পর হাসিবুলের বন্ধু রবিন সেখানে গাড়ি নিয়ে আসে। তখন তারা তিন বন্ধু রবিনের গাড়িতে ওঠেন। একটু দূরেই পুরো রাস্তা আটকে রেখেছিল টিকটক/লাইকি গ্যাং। রবিন যখন তাদেরকে এর জন্য বকাঝকা করে, তখন তারা রেগে গিয়ে গালিগালাজ শুরু করে, জানান হাসিবুল।
রবিন জিজ্ঞাসা করে- কি সমস্যা? আর এতেই গ্যাং এর কিছু সদস্য তাকে মারধর শুরু করে। হেলমেট আর লাঠি দিয়ে তারা রবিন আর শাকিরকে পেটায়।
খবর পেয়ে তাদের আরো সাত বন্ধু ঘটনাস্থলে এলে, তাদের উপরেও হামলা চালায় প্রায় ৬০ জনের ওই কিশোর দল। হাসিবুল আরো বলেন, আমরা যখন জিজ্ঞাসা করলাম কেন আমাদের মারছে? উত্তরে তারা বলে, আমরা গোটা বাংলাদেশ চালাই। ৫ মিনিটের মধ্যে আরো ৫০০ মানুষ আমাদের সাথে যোগ দিবে। তোর বাপকে গিয়ে বল যে আমরা তোদের মেরেছি।
পুলিশ জানায়, অপুসহ আরো ২০-২৫ জনের বিরুদ্ধে মামলায় অভিযোগ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বে-আইনী সমাবেশ, রাস্তা আটকানো, অন্যায়ভাবে কাজের ক্ষতি, হামলা ও চুরির অভিযোগ আনা হয়েছে। ঢাকা মেট্রপলিটন পুলিশের উত্তরা শাখার ডেপুটি কমিশনার নাবিদ কামাল শৈবাল জানান, অপু এবং তার সঙ্গীরা কোন কিশোর গ্যাং গঠনের চেষ্টা করছিল কি না তা খতিয়ে দেখা হবে। মাদক বা অন্য কোন অপরাধের সাথে তারা জড়িত কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের দায় শিকার করেছেন ইয়াসীন আরাফাত অপু। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ উদ্ধার হয়েছে।
প্রসঙ্গত, চায়না ও সিঙ্গাপুর কেন্দ্রীক ভিডিও শেয়ারিংয়ের সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও লাইকি মূলত ছোট ছোট নাচের ক্লিপ, গান বা কথার সঙ্গে ঠোঁট মেলানো, কৌতুক ও ট্যালেন্ট ক্লিপের জন্য জনপ্রিয়।
নোয়াখালীর সোনাইমুড়ি থেকে ঢাকায় আসা অপুর এই দুই প্লাটফর্মে কয়েক লাখ ফলোয়ার রয়েছে। সে টিকটক ও লাইকিতে তার অস্বাভাবিক চুলের স্টাইল, কথা বলার বিশেষ ভঙ্গি ও আচরণের জন্য পরিচিত।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নাবিদ কামাল সাংবাদিকদের বলেন, ‘টিকটক অপু’ ও তার সঙ্গীরা কিশোর গ্যাং হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা চালাচ্ছিল। তারা মাদক বা অন্যকোনো অপরাধে সম্পৃক্ত কি না খতিয়ে দেখা হচ্ছে।
রং করা ঝাঁকড়া চুলের অপু ও তাঁর সহযোগী নাজমুলকে গত ৩ আগস্ট পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে গাড়িতে তোলে তখন বেশ কয়েকজন তার ওপর হামলা চালায়। কাউকে কাউকে তার চুল ধরে টানতেও দেখা যায়।
উল্লেখ্য, গ্রেপ্তারের ঘটনার পর ভিডিও শেয়ারিং অ্যাপ ‘লাইকি’ থেকে নিষিদ্ধ করা হয়েছে অপু ও মামুনসহ বাংলাদেশের চারটি অ্যাকাউন্ট। মঙ্গলবার লাইকি তাদের ভেরিফায়েড ফেইসবুক পেজে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এতে বলা হয়, লাইকি অবগত হয়েছে যে কিছু ব্যবহারকারী তরুণদের মধ্যে বিভ্রান্তি ও সংঘাত ছড়িয়ে দিচ্ছে। আমরা এ ধরণের আচরণকে অপরাধ মনে করি এবং স্থানীয় প্রশাসনের অনুরোধে তাৎক্ষণিকভাবে চারটি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। সেগুলো হলো লাইকি আইডি ২৯৯০৮০০৬১, প্রিন্সমামুন ১৪৩, ৩২৬০৯৬৮২৪ এবং ইয়াসিন_আরাফাত_অপু।
তারা জানায়, এ বিষয়ে আরো তদন্তের জন্য আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি।