ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব জয়শঙ্কর

পপুলার২৪নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের তারিখ ও সম্ভাব্য চুক্তির বিষয়ে আলোচনা ফলপসূ করতে আগামী ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্র সচিব ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, এপ্রিল মাসের প্রথমার্ধে দ্বিপক্ষীয় সফরে ভারতে যাওয়ার সিদ্ধান্ত রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ বিষয় নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্ভব্য চুক্তির বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনা ফলপ্রসূ করতেই ঢাকা আসছেন তিনি।

জানা গেছে, জয়শঙ্করের সফরে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ভারত সফরের বিষয়ে আলোচনা করার কথা রয়েছে। প্রতিবেশী এ দুই দেশের মধ্যে সম্পর্ক ও এর অগ্রগতি নিয়ে আলোচনা নিয়মিত একটি প্রক্রিয়া। এতে গতি আনা বা নতুন করে গতি সঞ্চার করার ক্ষেত্রে শীর্ষ পর্যায়ের সফর বিনিময় একটি সুযোগ।

পূর্ববর্তী নিবন্ধইসরাইলের পরমাণু কেন্দ্রে হামলার হুমকি হিজবুল্লাহর
পরবর্তী নিবন্ধসরকারবিরোধী পরিবারের ৩০ হাজার শিশু চুরি