ঢাকায় অরুন্ধতী রায়ের অনুষ্ঠান স্থগিত

পপুলার২৪নিউজ ডেস্ক:

রাজধানী ঢাকায় বুকার পুরস্কারজয়ী ভারতীয় লেখক ও অ্যাকটিভিস্ট অরুন্ধতী রায়ের পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

মঙ্গলবার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে ওই আলোচনাসভায় বক্তব্য রাখার কথা ছিল তার।

আয়োজক প্রতিষ্ঠান ছবিমেলার সম্পাদক ও আলোকচিত্রী শহিদুল আলম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বলা হয়, সোমবার রাতে অনিবার্য কারণ দেখিয়ে সেই অনুষ্ঠানের অনুমতি বাতিল করেছে পুলিশ। ফলে আপাতত অরুন্ধতী রায়ের মঙ্গলবারের বক্তৃতা অনুষ্ঠানটি স্থগিত করা হলো।

এতে আরও বলা হয়, এই অনুষ্ঠান আয়োজনে অনেক প্রস্তুতি নেয়া হয়েছিল। আমরা এ সিদ্ধান্তে অত্যন্ত অবাক হয়েছি এবং সবাই জানি, এই বিখ্যাত লেখক প্রথমবারের বাংলাদেশ সফরে, তাকে দেখার জন্য যারা অপেক্ষা করছিলেন, তাদের জন্য এটি কতটা হতাশার।

ডিএমপির এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠান বাতিল করার জন্য বিবৃতিতে সবার কাছে ক্ষমা চেয়েছেন আয়োজকরা।

এশিয়ার আলোকচিত্র উৎসব ছবিমেলায় অংশ নিতে গত ৩ মার্চ ঢাকা আসেন বুকার পুরস্কারবিজয়ী ভারতীয় লেখক অরুন্ধতী রায়।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘অ্যাটমোস্ট এভরিথিং’ শীর্ষক আলোচনাসভায় অংশ নেয়ার কথা ছিল তার। এতে অংশ নিতে আগ্রহীদের জন্য অনলাইন নিবন্ধনও চালু করেছিলেন আয়োজকরা।

পূর্ববর্তী নিবন্ধমাউন্ট এলিজাবেথ হাসপাতালের ডা. ফিলিপের অধীনে ৩০০৮ নম্বর আইসিইউতে ওবায়দুল কাদের
পরবর্তী নিবন্ধভারতের জিএসপি সুবিধা বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের