পপুলার২৪নিউজ ডেস্ক:
ঢাকার চারপাশের নদীগুলো (তুরাগ, বুড়িগঙ্গা, টুঙ্গি খাল, বালু, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী) ও ঢাকার সার্কুলার নৌপথ পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্পিডবোট দিয়ে প্রতিমন্ত্রী নদীগুলো পরিদর্শন করেন। পানি সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় ঢাকা শহরের পূর্বাংশে ২০ হাজার ৭৪৪ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত টঙ্গী থেকে ডেমরা পর্যন্ত ইস্টার্ন বাইপাস প্রকল্পের বাঁধ কাম রাস্তা ও রেললাইনের এলাইনমেন্ট এবং আন্তর্জাতিক পানি ব্যবস্থাপনা ও গবেষণা ইনস্টিটিউটের জন্য নির্ধারিত স্থানও পরিদর্শন করেন তিনি।
ডিএনডি প্রকল্পের পাম্প স্টেশনসহ ঢাকা শহরের পশ্চিমাংশে বাস্তবায়িত ঢাকা শহরের সমন্বিত বন্যা প্রতিরোধ প্রকল্পের ফ্লাডওয়াল, বাঁধ ও বিভিন্ন সংযোগ খালের সর্বশেষ অবস্থাও পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ এম আমিনুল হক, অতিরিক্ত মহাপরিচালক (বাপাউবো) আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।