নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকার মিরপুরে আরো একটি হত্যা, অস্ত্র বিষ্ফোরক দ্রব্যের আইনে মামলায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের ছয়জনকে আসামি করে মামলা করা হয়েছে।
মামলা সূত্রে জানাযায়, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ তারিখে ঢাকা কাফরুল থানার উত্তর ধামালকোটা গ্রামের মুন্না শেখের ছেলে আশিক শেখ বাদী হয়ে, মিরপুর মডেল থানায় একটি হত্যা, অস্ত্র বিষ্ফোরক দ্রব্যের আইনে ১১০ জনকে আসামী করে মামলা করেন। মামলা নং ৭৮৮। দায়েরকৃত এই মামলায় মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের ৬জনকে আসামি করা হয়েছে।
১১০ জন আসামির মধ্যে ৬ জনই মুকসুদপুরের কমলাপুর গ্রামের বাসিন্দা। এরা হলেন, আজাদ মিয়া, খসরু শেখ, নূর মোহাম্মদ শেখ, আমির আলী শেখ, সোহেল মোল্লা এবং আরিফ মোল্লা।
মামলায় বলা হয়, গত ২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে, মিরপুর থানাধীন গোল চত্বর এলাকায় স্থানীয় ছাত্রজনতা শান্তিপূর্নভাবে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের বিক্ষোভ মিছিল করেন। এসময় আসামিগন অস্ত্র স্বস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্যবিরোধী ছাত্রজনতাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। এসময় মামলার বাদী আশিকের কানে গুলিবিদ্ধ হওয়ায় তিনি বাদী হয়ে এ মামলা করেন।