ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে সাতজনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৭ জন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪৮২ জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ৪৪০ জনে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন ও উত্তর সিটিতে দুজন রয়েছেন। এছাড়া সিটি করপোরেশনের বাইরে বরিশাল বিভাগে একজন, ঢাকা বিভাগে দুজন ও খুলনা বিভাগে একজন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে সিটি করপোরেশনের বাইরে বরিশাল বিভাগে ৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, খুলনা বিভাগে ১০৯ জন, ঢাকা বিভাগে ২২১, ঢাকা উত্তর সিটিতে ১৭১ ও ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ রয়েছেন।

এছাড়া সিটি করপোরেশনের বাইরে রাজশাহী বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯০ হাজার ৪৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী রয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৪৮২ জনের মধ্যে নারী ৫১ দশমিক ৫ শতাংশ এবং পুরুষ ৪৮ দশমিক ৫ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নতুন রুটে চলবে ট্রেন
পরবর্তী নিবন্ধসমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার