ডেঙ্গু-চিকুনগুনিয়ায় আতঙ্কিত হবেন না: মেয়র

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

রোববার সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মশক নিধন সংক্রান্ত এক সভায় তিনি এ কথা বলেন।

এ সময় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, সচিব হেলালউদ্দিন, উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাতিষ্ঠানিক উদ্যোগ ও জনসচেতনতা, দুটি বিষয়ের সমন্বয়ের মাধ্যমে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব উল্লেখ করে মেয়র বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে যায়নি। প্রাতিষ্ঠানিক উদ্যোগ ও জনসচেতনতা, দুটি বিষয়ের সমন্বয়ের মাধ্যমে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব।

মশক নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষজ্ঞদের নিয়ে সেমিনার, ক্র্যাশ প্রোগ্রাম চালু রয়েছে।

এ ছাড়া সচেতনতা বাড়াতে মসজিদে খুতবা, শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করা হয়েছে। এ ছাড়া টিভি, পত্রপত্রিকায় বিজ্ঞাপন, ডিজিটাল প্রচারণার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, জনমনে সচেতনতা বাড়াতে এরই মধ্যে প্রতিটি এলাকা থেকে মসজিদের ইমাম, শিক্ষক, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সুশীল সমাজের সাতজন করে নাগরিক নিয়ে ২৮ জনের ‘কমিউনিটি অ্যাম্বাসেডর’ নিয়োগ দেয়া হয়েছে। ফলে কোনো সমস্যা হলে তা সঙ্গে সঙ্গে ধরা পড়ছে।

পূর্ববর্তী নিবন্ধশিশু সায়মার হত্যাকারী গ্রেফতার
পরবর্তী নিবন্ধহরতালের চিহ্ন নেই, জনগণের সাড়া নেই : কাদের