ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৩ রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৩৬ জন।

শনিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২৪ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৯ জন।

চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে ডিসেম্বরে ৩১৪ জন, নভেম্বরে তিন হাজার ৫৬৭ জন, অক্টোবরে পাঁচ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে’তে ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

এদিকে চলতি বছর ডেঙ্গুতে ৯৮ জন মারা গেছেন। এর মধ্যে নভেম্বরে মারা যান ছয়জন, অক্টোবরে ২২, সেপ্টেম্বরে ২৩, আগস্টে ৩৪ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ড সফরের বাংলাদেশের দল ঘোষণা
পরবর্তী নিবন্ধ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রীকে আমরা নৌকা উপহার দেব: আইভী