ডুব মুক্তিতে প্রকাশক সমিতির আপত্তি

পপুলার২৪নিউজ ডেস্ক:
মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র ‘ডুব’ মুক্তিতে আপত্তি জানিয়েছে বই প্রকাশকদের সংগঠন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যে আমরা জানতে পেরেছি যে, মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ চলচ্চিত্রটি কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনকে ঘিরে নির্মিত হয়েছে।

প্রতিবাদপত্রটিতে আরও বলা হয়েছে, এই চলচ্চিত্রে হুমায়ূন আহমেদের জীবনের এমন কিছু প্রসঙ্গ রয়েছে, যেগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন আছে। ‘হুমায়ূন আহমেদের মতো কিংবদন্তির জীবনভিত্তিক ছবি নির্মাণ করতে হলে আমরা মনে করি, অবশ্যই তার পরিবারের সম্মতিতে হওয়া উচিৎ।’

চলচ্চিত্রটিতে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে ভুল বার্তা দেওয়া হবে বলে আশঙ্কা সংগঠনটির। তাই চলচ্চিত্র থেকে ‘বিতর্কিত, আপত্তিকর ও অবাঞ্ছিত’ অংশগুলো বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

 

পূর্ববর্তী নিবন্ধবগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধনারীদের জন্য জরুরি যে ভিটামিনগুলো