ডি ভিলিয়ার্সকে ফেরালেন সাইফউদ্দিন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ভয়ংকর এবি ডি ভিলিয়ার্সকে সাজঘরের পথ দেখালেন মোহাম্মদ সাইফউদ্দিন। ডানহাতি এই পেসারের বলে লং অন বাউন্ডারির কাছে ক্যাচ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ভয়ংকর এই ব্যাটসম্যান।

এর আগে, ম্যাঙ্গালিসো মোসেলে আর জেপি ডুমিনিকে বোল্ড করে বাংলাদেশ শিবিরকে উচ্ছ্বাসে ভাসান সাকিব আল হাসান। হাশিম আমলার সঙ্গে উদ্বোধনী জুটিতে ২৩ রান তোলা মোসেলে করেন ৫ আর ডুমিনি করেন ৪ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ১২৪ রান। হাশিম আমলা ৭৮ আর ডেভিড মিলার ১৭ রান নিয়ে ব্যাট করছিলেন।

পচেফস্ট্রমে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতেছে বাংলাদেশ। দলপতি সাকিব আল হাসান শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জানিয়েছেন। এই ম্যাচে বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন।

আগের ম্যাচে যাচ্ছেতাই বোলিং করা পেসার শফিউল ইসলাম জায়গা হারিয়েছেন। তার বদলে একাদশে ঢুকেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস।

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টসে জেতার পর ফিল্ডিং বেছে নেয়ার বিষয়ে বলেছেন, ‘আমার মনে হয় না, এই উইকেটেও বোলারদের জন্য খুব বেশি কিছু থাকছে।’

 

পূর্ববর্তী নিবন্ধফেনী সিটি গালর্স হাই স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধণা ও দোয়া অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধশেখ হাসিনা হত্যাচেষ্টা: একটিতে ১১ জনের যাবজ্জীবন, অপরটিতে ২০ বছর করে দণ্ড