স্পোর্টস ডেস্ক
ক্রিস্টাল প্যালেসের মতো দলের কাছে ২১ মিনিটেই ২-০ গোলে পিছিয়ে পড়েছিল বর্তমান ও টানা চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমে অফ ফর্মে থাকা ম্যানসিটি কত ব্যবধানে হারে, তখন সেটিই ভাবছিলেন ফুটবলপ্রেমীরা।
কিন্তু ম্যানসিটিতে যে কেভিন ডি ব্রুইনার মতো অভিজ্ঞ এক খেলোয়াড় আছেন, তা হয়তো কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলেন সমর্থকরা। দর্শকদের নিজের অস্তিত্ব প্রমাণ দিতে খুব বেশি দেরিও করেননি ডি ব্রুইনা। ৩৩ মিনিটের গোল করে ব্যবধান কমিয়ে এনেছেন তিনি। পরে করেছেন দুটি অ্যাসিস্টও।
শনিবার ঘরের মাঠ ইতিহাদে ব্রুইনার দ্যুতি ছড়ানোর রাতে ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও ৫-২ ব্যবধানের বিশাল জয় পেয়েছে ম্যানসিটি। এতে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলের চারে উঠেছে পেপ গার্দিওলার দল।
এই জয়ে ১২তম স্থানে থাকা প্যালেসের সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৮ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দেয় সিটি। এখন চেলসি ও নিউক্যাসল ইউনাইটেডের চেয়ে এক পয়েন্টে এগিয়ে সিটি।
দশ বছরের ক্যারিয়ার শেষে মৌসুম শেষে সিটি থেকে বিদায় নেবেন ডি ব্রুইনা। যাওয়ার মৌসুমেও প্রিয় দলকে চ্যাম্পিয়নস লিগের যোগ্য প্রতিযোগী করে দিতে চান তিনি।
ম্যাচ শেষে নিজের আকাঙ্ক্ষা প্রকাশ করে বিবিসিকে ডি ব্রুইনা বলেন, ‘আমি যখন থেকে এখানে আছি তখন থেকে প্রতি বছরই আমরা চ্যাম্পিয়নস লিগে খেলছি, তাই আমি আশা করি আগামী বছরও তাই হবে। আমি শুধু আগের মতোই ভালো ফুটবল খেলতে চাই।’
সিটির ভুলের সুযোগ নিয়ে প্রথম ২১ মিনিটেই দুটি গোল করে প্যালেস। ৮ মিনিটে ইসমাইলা সার একটি ক্রস দেন, যা স্লাইড করতে গিয়ে জোসকো গভারদিওলের নাগালের বাইরে চলে যায়। ফলে বলটি প্যালেসের ইংল্যান্ড উইঙ্গার এবারেচি এজের কাছে পৌঁছে।
ফাঁকা থাকা এবারেচি গোলরক্ষক এডারসনের পজিশনিং ভুলের সুযোগ নিয়ে বল জালে জড়ান। এটি চলতি মৌসুমে এবারেচির তৃতীয় লিগ গোল।
১৩ মিনিট পরে অ্যাডাম হোয়ার্টনের নিখুঁত কর্নার থেকে ক্রিস রিচার্ডস কাছ থেকে হেড করে প্যালেসের দ্বিতীয় গোল করেন।
২৯ মিনিটে এবারেচি আবারও গোল করেন, তবে প্রিমিয়ার লিগে প্রথমবার ব্যবহৃত আধা-স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তি তাকে অফসাইড অঞ্চলে চিহ্নিত করে। ফলে গোলটি বাতিল হয়ে যায়।
তবে প্যালেসের জয়ের আশা বেশি সময় স্থায়ী হয়নি। ৩৩ মিনিটে সিটির অধিনায়ক ডি ব্রুইনা গোল করেন। এতে সিটির প্রত্যাবর্তনের সূচনা হয়।
প্যালেসের দাইচি কামাডা গোলবারের ২৫ গজ দূরে নিকো গঞ্জালেজকে ফাউল করলে ডি ব্রুইনা ডান পায়ের নিখুঁত ফ্রি-কিক নেন। যা রুবেন দিয়াস এবং গঞ্জালেজের তৈরি করা দেয়াল পেরিয়ে প্যালেসের জালে প্রবেশ করে।
৩ মিনিট পরেই সিটি সমতা ফেরায়। জেমস ম্যাকঅ্যাটি বক্সে একটি ক্রস দেন, যা ডি ব্রুইনের কাছে যায়। সেখান থেকে ইলকায় গুন্দোগানকে বল দেন ডি ব্রুইনা। কিন্তু গুন্দোগান ভুলভাবে বল মারেন এবং সেটি ওমার মারমুশের কাছে যায়, তিনি সহজেই লক্ষ্যভেদ করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে মাত্র ৮০ সেকেন্ডের মধ্যে আবারও গোল করে সিটি। ডি ব্রুইনার অ্যাসিস্ট থেকে গোলটি করেন মাতিও কোভাসিচ।
৯ মিনিট পর সিটি গোলরক্ষক এডারসনের লম্বা পাস প্যালেসের রক্ষণের পেরিয়ে জেমস ম্যাকঅ্যাতির কাছে চলে যায়। অফসাইড ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে প্যালেসের গোলরক্ষক হেন্ডারসনকে কাটিয়ে খালি জালে বল পাঠান ম্যাকআতি। এতে ৩-২ গোলে এগিয়ে যায় সিটি।
এতে এক মৌসুমে চারটি অ্যাসিস্ট করা প্রথম প্রিমিয়ার লিগ গোলরক্ষক নির্বাচিত হন এডারসন।
টানা চার লিগ ম্যাচে অপরাজিত থাকা সিটি আগামী শনিবার এভারটনের মুখোমুখি হবে। আর প্যালেস বুধবার নিউক্যাসলের বিপক্ষে খেলবে।