ডিসিরা চাওয়মাত্রই আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পাবেন:স্বরাষ্ট্রমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় জেলা প্রশাসকরা (ডিসি) যখনই চাইবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার ডিসি সম্মেলনের শেষ দিনে ডিসিদের উদ্দেশে দেয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

তিন দিনের ডিসি সম্মেলনের শেষ দিনের কর্মসূচি বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত হয়।

এরআগে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ডিসি সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছ থেকে ৩৪৯টি প্রস্তাব জমা পড়ে। এগুলো ৫২টি মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত।

প্রথম দিন বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ অধিবেশন হয়। এরপর বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দিক-নির্দেশনা নেন ডিসিরা।

মোট ২২টি অধিবেশনে এবারের ডিসি সম্মেলনে অনুষ্ঠিত হয়। এরমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ অংশগ্রহণকারী ৫২টি মন্ত্রণালয়ের ১৮টি কার্য অধিবেশন অন্তর্ভুক্ত ছিল।

এতে মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবরা অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধ‘দেড়-সেঞ্চুরিয়ান’ ম্যান!
পরবর্তী নিবন্ধএক সপ্তাহে জিতলেন দুটি লটারি!