ডিবি কার্যালয়ে মইনুল হোসেন : মঙ্গলবার নেয়া হবে আদালতে

রংপুরের একটি মামলায় গ্রেফতার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে। মঙ্গলবার তাকে ঢাকা মহানগর আদালতে নেয়া হবে।

সোমবার রাতে রবের বাসা যান ব্যারিস্টার মইনুল হোসেন। এরপরই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাসাটি ঘিরে ফেলে। সোমবার রাত ১০টার দিকে উত্তরাস্থ আসম আবদুর রবের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি (উত্তর) একটি টিম।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রংপুরের একটি মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

রাত পৌনে ১১টায় তিনি বলেন, ব্যারিস্টার মইনুলকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) রংপুরের মামলায় গ্রেফতার দেখিয়ে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে সোপর্দ করা হবে।

জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে তিনি বলেন, আমরা গ্রেফতার করেছি মাত্র। কাল আদালত অনুমতি দিলে জিজ্ঞাসাবাদ করবে ডিবি পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধব্যারিস্টার মইনুল হোসেন গ্রেফতার
পরবর্তী নিবন্ধইসরাইলকে আর জমি ইজারা দেবে না জর্ডান