ডিপ্লোমা কৃষিবিদ দিবস উপলক্ষে উখিয়া র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এম এ তাহের, উখিয়া,কক্সবাজার :

২৩ অক্টোবর ডিপ্লোমা কৃষিবিদ দিবস ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে র্যালি ও আলোচনা সভা করেছে কক্সবাজার জেলার উখিয়া
উপজেলায় কর্মরত ডিপ্লোমা কৃষিবিদ কর্মকর্তারা।

বুধবার বেলা ১০টায় কর্মকর্তারা র্যালি শেষে উপজেলা কৃষি অফিস পাঙ্গনে আলোচনা
সভা করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন সভাপতি
বীরেশ্বর রুদ্র, প্রধান অতিথি ছিলেন এ কে এম বদিউল আলম সহ সভাপতি কক্সবাজার
জেলা কৃষিবিদ ইনষ্টিটিউশন।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন, উপজেলা সাধারণ সম্পাদক মো.আবু তাহের মাহমুদ।
সভায় বক্তারা       বলেন ডিপ্লোমা কৃষিবিদের কে ২য শ্রেনিতে উন্নতি করতে
প্রধান মন্ত্রীর প্রতি অনুরোধ জানান। এবং প্রতিবছর ২৩ অক্টোবর দিনটিকে
ডিপ্লোমা কৃষিবিদ দিবস ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

পূর্ববর্তী নিবন্ধনুসরাত হত্যার রায়ে সরকারে স্বস্তি
পরবর্তী নিবন্ধআবরার হত্যা: অমিত সাহার জামিন নামঞ্জুর