ডিপিএলে ঝোড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকালেন সাকিব

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান জিম্বাবুয়ে সিরিজের প্রথম ৩ টি-টোয়েন্টিতে খেলবেন না, এটি সবারই জানা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি নিয়ে টাইগার অলরাউন্ডার খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)।

রীতিমতো আজ শুক্রবার সাভারের বিকেএসপির ৪ নম্বর সুপার লিগে মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে নামেন সাকিব। প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। এই ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে সাকিবের দল শেখ জামাল।

ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন সাকিব। হাঁকান দুর্দান্ত এক সেঞ্চুরি। মাত্র ৭৯ বলে ১০৭ রানের ঝোড়া ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। ৯ বাউন্ডারি আর ৭ ছক্কায় ইনিংস সাজান সাকিব। ৪২তম ওভারে আব্দুল গাফফার সাকলাইনের করা দ্বিতীয় বলে শেখ পারভেজ জীবনের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন টাইগার অলরাউন্ডার।

যুক্তরাষ্ট্রে থেকে ফিরে আগের ম্যাচে সাকিব আউট হয়ে গিয়েছিলেন ৪৯ রানে। এক রানের জন্য অর্ধশতক করতে না পারার আক্ষেপ নিয়ে ফেরেন টাইগার অলরাউন্ডার। তবে আজ আর সুযোগ মিস করলেন না সাকিব। আদায় করে নিলেন দারুণ এক সেঞ্চুরি।

সাকিবের দুর্দান্ত সেঞ্চুরিতে ৯ উইেকেটে ২৮০ রানের সংগ্রহ পেয়েছে শেখ জামাল। অর্থাৎ জিততে হলে গাজী গ্রুপকে করতে হবে ২৮১ রান।

পূর্ববর্তী নিবন্ধসপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ ও সবজির দাম
পরবর্তী নিবন্ধমার্কিন বাহিনীর ওপর হামলার পরিকল্পনা নেই হামাসের