বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। প্রযোজক হিসেবেও সমান সফল তিনি। তার সঙ্গে ‘বিট্রে’ করছেন বর্তমান সময়ের চিত্রনায়িকা শবনম বুবলি।
নতুন এই সিনেমার ঘোষণা দিলেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। সিনেমাটিতে বুবলির বিপরীতে দেখা যাবে রোশানকে। গতকাল আনুষ্ঠানিকভাবে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন দুজন।
ডিপজল বলেন, গতকালই ‘বিট্রে’ সিনেমায় সাইন করলাম। ইকবালের সিনেমা। গল্পটা শুনলাম। আমার কাছে ভালো লেগেছে। আমার বিশ্বাস সিনেমাটি ভালো হবে।
ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ সিনেমার কাজ প্রায় শেষের পথে। এই সিনেমায় রোশান-শবনম বুবলি জুটি বেঁধে অভিনয় করছেন। এই সিনেমার কাজ শেষ হলে ‘বিট্রে’র শুটিং শুরু হবে। এখানে আরও একঝাঁক তারকাকে দেখা যাবে।