ডিএসইর সূচক ১১ মাসের মধ্যে সর্বোচ্চ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

দেশের শেয়ারবাজার আগের দিনের ধারাবাহিকতায় বুধবারও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধানসূচক ডিএসইএক্স ১১ মাসের মধ্যে সর্বোচ্চ স্থানে অবস্থানে করছে। গতকাল ডিএসইর ডিএসইএক্স ৬০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯২৫ পয়েন্টে অবস্থান করছে। যা গত ১১ মাস ৪ দিন বা ২২৩ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ডিএসইর ডিএসইএক্সসূচক ২০১৮ সালের ১৯ এপ্রিল ছিল ৫ হাজার ৯৪০ পয়েন্ট।
এবিষয়ে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মাদ এ হাফিজ বলেন, নির্বাচনের পর শেয়ারবাজার চাঙ্গা হবে এটা আমাদের বিশ্বাস ছিল সেটাই হচ্ছে। এখন বাজার যে আচরণ করছে আমার দৃষ্টিতে তা খুবই ভালো। তিনি আরও বলেন, ব্যাংকের ডিভিডেন্ট এর সময় এসেছে তার প্রভাবও শেয়রবাজারে পড়েছে। এই কারনে বাজারমুখী বিনিয়োগকারীরা।
গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনও আগের কার্যদিবস থেকে বেড়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৫৫ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৮৯০ কোটি টাকার। ডিএসইতে ৩৪৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৫টির বা ৪৮ শতাংশের, কমেছে ১৫০টির বা ৪৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির বা ৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রিমিয়ার ব্যাংকের। ব্যাংকটির ৪৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪০ কোটি ৪৭ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে ইউনাইটেড পাওয়ার এবং ৩৩ কোটি ১১ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে আসে আইএফআইসি ব্যাংক। টপটেন লেনদেন উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে – সিটি ব্যাংক, লিগ্যাসি ফুটওয়্যার, সোনারবাংলা ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, ঢাকা ব্যাংক এবং সায়হাম কটন। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২০৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৯টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দর। আর ৪৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জে ভেজাল ও নিম্নমানের মসলায় বাজার সয়লাব
পরবর্তী নিবন্ধশতভাগ ব্যাংক খাতের কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি