পপুলার২৪নিউজ ফিরোজ মিয়া :
দেশের পুঁজিবাজার সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে, পাশাপাশি লেনদেনও সূচক বেড়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রথমবারের মতো ৫ হাজার ৮০০ পয়েন্ট অতিক্রম করেছে। সূচকটি যাত্রার সাড়ে ৪ বছরের মধ্যে এমন ঘটনা এটিই প্রথম।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮২৭ পয়েন্টে। সূচকটি যাত্রার সাড়ে ৪ বছরের মধ্যে এই প্রথম ৫৮০০ পয়েন্ট অতিক্রম করল। এ সূচকটির যাত্রা শুরু হয়েছে ২০১৩ সালের ২৭ জানুয়ারি।আজ ডিএসইতে ১ হাজার ২৬৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা চলতি বছরের ২২ মার্চ বা বিগত প্রায় সাড়ে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। এ বিষয়ে ডিএসইর সাবেক পরিচালক খুজিস্তা নুর ই-নাহারীন মুন্নি বলেন, পুঁজিবাজারে যে লেনদেন হচ্ছে এটা স্বাভাবিক। মার্কেটের গভীরতা হিসাবে দেড় হাজার কোটি টাকা হওয়া উচিত। সামনে লেনদেন আরও বাড়বে, বাজার ভালো হবে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে ১৭৮টি বা ৫৪ দশমিক ২৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১২১টি বা ৩৬ দশমিক ৮৯ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি বা ৮ দশমিক ৮৪ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কেয়া কসমেটিকসের শেয়ার। এদিন কোম্পানির ৬৭ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা সাইফ পাওয়ারটেকের ৩২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।