ডিএনসিসির কবর স্থানগুলোতে জিয়ারত বন্ধ, দাফন চলবে

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন কবরস্থানগুলোতে সাময়িকভাবে জিয়ারত, দোয়া ও মোনাজাত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে মৃত ব্যক্তির দাফন করার মতো স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএনসিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের মারাত্মক সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষার উদ্দেশ্যে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার স্বার্থে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কবরস্থানগুলোতে কবর জিয়ারত, দোয়া, মোনাজাত ইত্যাদি সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে মৃত ব্যক্তির দাফনের কাজ অব্যাহত থাকবে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে এখন পর্যন্ত ১৬৪ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায়ই আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪১ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন ১৭ জন। গত ২৪ ঘণ্টায়ই মারা গেছেন ৫ জন।

পূর্ববর্তী নিবন্ধসারাবিশ্বে করোনায় ৭৫৭৬০ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধদলের নেতাকর্মীদের প্রতি ওবায়দুল কাদেরের সাত দফা নির্দেশনা