ডিএনসিসিতে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি : মির্জা ফখরুল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি অংশ নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিলেও দলটি এখনও প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। ডিএনসিসি নির্বাচনের তফসিল ঘোষণার একদিন আগে সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে আগামী ২৬ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল ঘোষণা হবে ৯ জানুয়ারি। ডিএনসিসিতে আওয়ামী লীগ প্রার্থী সম্পর্কে প্রকাশ্যে কিছু না বললেও দলের ভেতরের খবর পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ’র প্রাক্তন সভাপতি আতিকুল ইসলামকে কাজ শুরু করতে বলেছেন দলটির সভাপতি শেখ হাসিনা। এদিকে বিএনপিও একইভাবে বলছে তাদের প্রার্থী চূড়ান্ত হয়নি। যদিও দলের মধ্যে জোর আলোচনা রয়েছে তাবিথ আউয়ালই পেতে পারেন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার টিকিট।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ডিএনসিসি নির্বাচনে যে আমরা অংশগ্রহণ করব, তা দলের নীতিনির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে। তবে ওই নির্বাচনে এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি। হলে আমরা জানিয়ে দেব।’

পূর্ববর্তী নিবন্ধসিলেটে ছাত্রলীগকর্মী তানিম হত্যায় আটক ৪
পরবর্তী নিবন্ধফরহাদ মজহার অপহরণ : পুনরায় তদন্তের জন্য মামলা