ডিআইজি প্রিজন বজলুর রশীদের জামিন নাকচ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ডিআইজি প্রিজন বজলুর রশীদের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ আসামির জামিন নাকচের এ আদেশ দেন।

এ দিন আসামিপক্ষে জামিন আবেদন করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী নজিবুল্লাহ হিরু। শুনানিতে তিনি বলেন, মামলায় ফ্ল্যাট কেনার জন্য ৩ কোটি ৮ লাখ টাকা রূপায়ন গ্রুপে জমা দেয়ার যে অভিযোগ করা হয়েছে- তা সত্য নয়। এ রকম কোনো টাকা তিনি জমা দেননি। এটা ষড়যন্ত্রমূলক।

এ সময় আসামিপক্ষের উদ্দেশে বিচারক বলেন, এতগুলো টাকা আপনারা জমা দেননি। অন্য কেউ দিয়ে দিয়েছে? আর কারও নামে কেউ টাকা জমা দেয় না কেন?

অপরদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী মোশাররফ হোসেন কাজল ও মীর আহমেদ আলী সালাম আসামির জামিনের বিরোধিতা করেন। শুনানিতে মোশাররফ হোসেন কাজল বলেন, ৬টি কিস্তিতে টাকাগুলো জমা দেয়া হয়েছে। দুদক মামলার এজাহারের সঙ্গে টাকা জমা দেয়ার স্লিপগুলো জমা দেয়া হয়েছে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নাকচের ওই আদেশ দেন।

এর আগে গত ২০ অক্টোবর দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাটি করেন। মামলায় বজলুর রশীদের বিরুদ্ধে অবৈধভাবে অর্জিত ৩ কোটি ৮ লাখ টাকা দিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় রূপায়ন হাউজিং এস্টেটে ফ্ল্যাট কেনার অভিযোগ আনা হয়।

ওই দিন আসামিকে গ্রেফতার করে আদালতে হাজির করে দুদক। আদালত ওই দিন আসামির জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

প্রসঙ্গত, ‘বেপরোয়া ডিআইজি প্রিজনের ঘুষ-কাণ্ড, স্ত্রী কুরিয়ার সার্ভিসে নেন কোটি কোটি টাকা’ শিরোনামে ০৬ অক্টোবর যুগান্তরে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

জানা গেছে, যুগান্তরে ঘুষ-দুর্নীতির রিপোর্ট প্রকাশিত হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা অধিদফতরে পৃথক বৈঠক হয়। এরপর বিকালে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা বজলুর রশীদকে শোকজ করেন। যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। চিঠির স্মারক নং : ১৩৪৬।

দুদকের অভিযোগপত্রে বলা হয়, ঘুষের টাকা লেনদেন করতে বজলুর রশীদ নিজের ঠিকানা গোপন করে স্ত্রীর নামে মোবাইল ফোনের সিম কেনেন। সরাসরি টাকা না পাঠিয়ে ঘুষ চ্যানেলের মাধ্যমে তিনি টাকার আদান-প্রদান করতেন। এর মধ্যে এসএ পরিবহনের মাধ্যমে প্রায় কোটি টাকা কুরিয়ার করার ২৪টি রশিদের কথা উল্লেখ করা হয়েছে দুদকের অভিযোগপত্রে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড উপজেলা আ’ লীগের কাউন্সিলে নিজেদের প্রার্থীতা ঘোষনা
পরবর্তী নিবন্ধশিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে: আশা জাপানি রাষ্ট্রদূতের