ডা. ইকবালের স্ত্রী ও তিন সন্তান কারাগারে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
জ্ঞাত আয়বহির্ভূতভাবে সম্পদ অর্জনের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের নেতা ডা. এইচ বি এম ইকবালের স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার বিশেষ জজ-১-এর বিচারক আতাউর রহমান এ আদেশ দেন।

ওই চারজন হলেন—ডা. ইকবালের স্ত্রী ডা. মমতাজ ইকবাল ডলি, মেয়ে নওরিন ইকবাল এবং ছেলে ইমরান ইকবাল ও মাহিন ইকবাল।

আদালতে আজ আসামিরা আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চান। বিচারক জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০০৮ সালের ১১ মার্চ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ওই চারজনের তিন বছরের কারাদণ্ডাদেশ ও এক লাখ টাকা জরিমানা করেছিলেন আদালত। পরবর্তী সময়ে তাঁরা ওই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট তাঁদের নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন।

অবৈধ উপায়ে সম্পদ অর্জনের দায়ে আরেক মামলায় ২০০৮ সালে এইচ বি এম ইকবালকে ১০ বছর, অসত্য সম্পদ বিবরণী দাখিলের কারণে তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে তিন বছর করে কারাদণ্ডাদেশ দেন এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন বিশেষ জজ আদালত।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিশ্রুতি ভাঙলেন বিপাশা, চুক্তির অর্থে হানিমুন ভ্রমণ
পরবর্তী নিবন্ধমেলবোর্নে ট্রাফিক বাতিতে নারীমূর্তি