ডা. আকরাম এলাহীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগ্রাম ডায়াগনষ্টিক এন্ড কনসালষ্টেশন সেন্টারের উদ্যোগে গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বানেস্বর্দী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে অর্থপেডিক, মেডিসিন, নাক, কান, গলা ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওসুধ প্রদান করা হয়। এসময় চিকিৎসা সেবা প্রদান করেন ডা. আকরাম এলাহী, ডা. এমদাদুল হক শামীম, ডা. সুমন সাহা, ডা. টিপু, ডা. এস এম মেহেদি হাসান, ফার্মাসিষ্ট শিপন শিকদার ছোটন প্রমুখ। এসময় প্রায় ৫শত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা সেবা গ্রহণকারী বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআহত শাহীন বেপারী মারা গেছেন
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন