আগের দিন অপরাজিত ছিলেন ১৭০ রানে। তার দলে প্রাইম ব্যাংক সাউথ জোনের স্কোর ৭০১। কিন্তু শাহরিয়ার নাফীসের ডাবল সেঞ্চুরির জন্যই হয়তো ইনিংস ঘোষণা করেনি। মঙ্গলবার বিকেএসপিতে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডের ম্যাচের তৃতীয় দিনে ম্যাজিক ফিগারে পৌঁছালেন একসময় জাতীয় দলের তারকা শাহরিয়ার নাফীস।
বাজে পারফর্মেন্সের কারণে জাতীয় দলে দীর্ঘদিন স্থান না পেলেও ঘরোয়া ক্রিকেটে বেশ নিয়মিত পারফর্ম করছেন নাফিস। জাতীয় লিগ ও বিসিএল বড় দৈর্ঘ্যর ক্রিকেটে নিজেকে অনন্য করে তুলেছেন তিনি। এটি তার প্রথম শ্রেণির ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি।
১৭০ রান থেকে ডাবল সেঞ্চুরিতে পৌঁছাতে এ দিন বল খেলেন ৪৮টি। একসময়ের মারকুটে শাহরিয়ার নাফীসের সঙ্গে এই ব্যাটিং কি বেমানান লাগছে? সাদমান ইসলামকে চার মেরে দুই শ স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ২৯৮ বলে ২০৭ রানে অপরাজিত আছেন তিনি। এর আগের ডাবল সেঞ্চুরিটি (২১৯ রান) ২০১৫ সালে বরিশালের হয়ে খুলনার বিপক্ষে করেছিলেন তিনি।