ডাক বিভাগের ২ কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: পুলিশে সোপর্দ করা ডাক বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যাংক সঞ্চয়পত্রের ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। পরবর্তীতে ডাক বিভাগের করা সাধারণ ডায়েরি (জিডি) এজাহার হিসেবে গ্রহণ করে ওই দুজনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ডাক বিভাগের ওই দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ সঞ্চয়পত্রের ৪৫ লাখ টাকা আত্মসাৎ: ডাক বিভাগের ২ কর্মকর্তা গ্রেফতার করা হলে দুপুরে তাদের গ্রেফতার দেখানো হয়।

তারা হলেন- সারওয়ার আলম ও নুর মোহাম্মদ।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান জানিয়েছেন, সকালে ডাক বিভাগের নিজস্ব অডিট বিভাগ দুই কর্মকর্তার দুর্নীতির প্রমাণ পাওয়ায় তাদের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। পরে ডাক বিভাগের করা জিডি এজাহার হিসেবে গ্রহণ করে তাদের পুলিশ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ব্যাংক সঞ্চয়পত্রের ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। জিডিমূলে করা এজাহার ও দুই আসামিকে দুদকের কাছে হস্তান্তর করা হবে। দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকই সবরকম ব্যবস্থা নেবে

পূর্ববর্তী নিবন্ধরূপালী ব্যাংকের ৫৭৫তম খাগড়াছড়ি শাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধওসি প্রদীপসহ ১২ পুলিশের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা