ডলারের দাম ১০০ টাকা ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদক:

ডলারের সংকট বেড়েই চলছে। দিন দিন বাড়ছে দাম, কমছে টাকার মান। কার্ব মার্কেট বা খোলা বাজারে ডলারের দাম আবারও ১০০ টাকার কাছাকাছি।

বৃহস্প‌তিবার (১৪ জুলাই) বাজার থেকে এক ডলার কিনতে ৯৮ টাকা ৬৫ পয়সা থেকে ৯৯ টাকা ৬০ পয়সা খরচ হয়েছে। আগের দিন ৯৭ টাকা ৮০ পয়সা থেকে ৯৮ টাকায় ডলার বিক্রি হয়েছিল।

খুচরা ডলার ব্যবসায়ী আল আমিন চৌধু‌রী জানান, খোলা বাজারে ডলারের চা‌হিদা বে‌শি, সরবরাহ কম। তীব্র সংকট চলছে। সে কারণেই প্রতিদিনই দর বাড়তির দি‌কে।

ম‌তি‌ঝিল সুগন্ধা মা‌নি এক্স‌চে‌ঞ্জের এক কর্মকর্তা জানান, আজ‌ ডলার ৯৯ টাকা ৫০ পয়সায় বি‌ক্রি কর‌ছি। আর কেউ আমা‌দের কাছে ডলার বি‌ক্রি কর‌তে এলে রেট দি‌চ্ছি ৯৯ টাকা।

ব্যাংকগু‌লো‌তেও নগদ ডলার ৯৬ টাকা থে‌কে ৯৮ টাকা ৯০ পয়সা পর্যন্ত বি‌ক্রি হচ্ছে।

এর আগে, চল‌তি বছ‌রের ১৭ মে খোলা বাজারে ডলারের দর ১০০ টাকা ছাড়িয়ে যায়। সেদিন বাজার থেকে এক ডলার কিনতে ১০০ টাকা ৫০ পয়সা থেকে ১০১ টাকা দিতে হয়।

সংক‌টের কার‌ণে ব্যাংকগুলোর চা‌হিদা অনুযায়ী ডলার বি‌ক্রি করা হচ্ছে জা‌নি‌য়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানান, আজ আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার ৯৩ টাকা ৯৫ পয়সা দ‌রে মোট ১৩৫ মি‌লিয়ন ডলার বি‌ক্রি হয়েছে।

এদিকে, দিন শে‌ষে বৈদেশিক মুদ্রার মজুত (রিজার্ভ) ৩৯ দশ‌মিক ৭০ বি‌লিয়ন ডলার বা ৩ হাজার ৯৭ কোটিতে নেমে এসেছে।

আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কিনতে আজ খরচ হয়েছে ৯৩ টাকা ৯৫ পয়সা। মা‌নে বাংলাদেশ ব্যাংক আজ সরকারি আমদানি বিল মেটাতে এ দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে। নিয়ম অনুযায়ী এটাই ডলারের আনুষ্ঠানিক দর। দুদিন আগেও এক ডলা‌র বিক্রি হয়েছে ৯৩ টাকা ৪৫ পয়সায়। মে মাসের শুরুর দিকে এ দর ছিল ৮৬ টাকা ৪৫ পয়সায়। এ হিসাবে মের মাসের ব্যবধানে টাকার মান কমল সা‌ড়ে ৭ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ২০২০ সালের জুলাই থেকে গত বছরের আগস্ট পর্যন্ত আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল ছিল। কিন্তু এরপর থেকে বড় ধরনের আমদানি ব্যয় পরিশোধ করতে গিয়ে ডলার সংকট শুরু হয়। যা এখন পর্যন্ত অব্যাহত আছে।

পূর্ববর্তী নিবন্ধ১৯ জুলাই বুস্টার ডোজ দিবস
পরবর্তী নিবন্ধপদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে