পপুলার২৪নিউজ, নিজস্ব প্রতিনিধি:
ফেনী সদর উপজেলার ডমুরুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান গতকাল সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডমুরুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সমাজসেবক নুর আহাম্মদ বাবুল। সমাজসেবক ডা: ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী পল্লী বিদ্যুত সমিতির সহ-সভাপতি ইসমাইল হোসেন লিটন। মাস্টার মোজাম্মেল হক সাধনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জসিম উদ্দিন নওশাদ, ইয়াকুব মিয়া, সহ-সভাপতি প্রভাষক মোরশেদ আলম রিয়াদ, ডা: নুরুল হক, মো. মাছুম, ফারুক হোসেন, আজাদ খান।
অনুষ্ঠানে অভিভাবকদের দাবীর প্রেক্ষিতে শিক্ষক সংকট, ভবন নির্মাণের আশ^াস দেন প্রধান অতিথি। এছাড়া সমস্য সাময়িক উত্তোরণের জন্য একজন খন্ডকালীন শিক্ষক নিয়োগ দেয়া হয়। সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ ফেলে তাদের আকর্ষনীয় পুরস্কার প্রদানের ঘোষণা দেন। তাছাড়া পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রত্যেক শিশুকে সুশিক্ষার মাধ্যমে শিক্ষিত হলে তখন আলোকিত মানুষ হওয়া যায়। এজন্য শিক্ষকদের পাশাপাশি মা’ এবং অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। প্রতিটি শিশু আলোকিত মানুষ হলে পরিবার, সমাজ, রাষ্ট্র আলোকিত হবে।