স্পোর্টস ডেস্ক :
ইংল্যান্ডের তারকা অল-রাউন্ডার মঈন আলী ক্রিকেটে অসামান্য অবদান রাখায় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। ইংল্যান্ডের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় তাকে এই ডিগ্রি দিয়েছে।
গত সোমবার এক আড়ম্বড়পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
ইংল্যান্ডের হয়ে দুটি বিশ্বকাপ জিতেছেন মঈন আলী। জিতেছেন সম্মানের অ্যাশেজ। তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন ২৯৮ ম্যাচ। রান করেছেন ৬৬৭৮ এবং উইকেট তুলেছেন ৩৬৬টি। দিবালোকের মতো স্পষ্ট— ক্যারিয়ারজুড়ে দলকে দুহাত ভরে দিয়েছেন মঈন আলী।
মঈনকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার কারণ ব্যাখ্যায় শ্ববিদ্যালয়টি জানিয়েছে, ‘ক্রিকেট খেলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা মঈন আলীকে সম্মানসূচক ডক্টরেট অব আর্টসে ভূষিত করছি। তাকে এই সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত। ’
ডক্টরেট ডিগ্রি পাওয়ার পর মঈন বলেছেন, ‘কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় আমাকে এই চমকপ্রদ সম্মানে ভূষিত করায় আমি রোমাঞ্চিত। এর অংশ হতে পারা এবং শিক্ষার্থীদের সঙ্গে দিনটি কাটানো দারুণ ব্যাপার। আমি সব সময় আমার সাধ্যমতো সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি আর ইংল্যান্ডের হয়ে খেলি না। তবে এখনো মানুষ আমার কাছে এসে বলে- “তুমি যেভাবে খেলেছ, সেটা দেখেই আমার সন্তান খেলে”। এটাই খেলাধুলার সাফল্য। ’
উল্লেখ্য, কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস এলকায় অবস্থিত। ১৯৯২ সালে এটি পাবলিক ইউনিভার্সিটির মর্যাদা পায়। মঈন আলীর জন্মও ওয়েস্ট মিডল্যান্ডসের বার্মিংহামে। আসন্ন বিপিএলে তিনি চিটাগং কিংসের হয়ে খেলবেন।
গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মঈন দেশের হয়ে ৬৮ টেস্ট, ১৩৮ ওয়ানডে আর ৯২টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ৩০৯৪ রানের সঙ্গে ২০৪ উইকেট, ওয়ানডেতে ২৩৫৫ রান ও ১১১ উইকেট এবং টি-টোয়েন্টিতে ১২২৯ রানের সঙ্গে ৫১ উইকেট শিকার করেছেন। ১৩টি ম্যাচে তিনি ইংল্যান্ডকে নেতৃত্বও দিয়েছেন।