ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সাড়ে ১৭ কেজি রুপাসহ মিজানুর রহমান (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৮ এপ্রিল) রাতে রুপা এন্টারপ্রাইজ নামের একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মিজানুর মানিকগঞ্জের সাংড়াইল থানার গোবিন্দন গ্রামের তৈয়বুর রহমানের ছেলে। তার নামে চোরাচালানির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে আমরা জানতে পারি ঢাকায় রুপা পাচার হচ্ছে। এর পরপরই শহরের সবকটি পয়েন্টে পুলিশ পাহাড়া জোরদার করা হয়। রুপা এন্টারপ্রাইজের একটি কোচ ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এলে তল্লাশি চালানো হয়। এ সময় মিজানুর রহমান নামের ওই ব্যক্তির একটি কাপড়ের ব্যাগ থেকে ৮ লাখ টাকা ও ১৭ কেজি ৬৩৪ গ্রাম রুপা জব্দ করা হয়।
ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রুপা নিয়ে ঢাকায় যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য ও সোনা-রুপা চোরাচালানের অভিযোগে বিভিন্ন থানায় মামলাও রয়েছে।