ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে মাদ্রাসাছাত্র নিহত

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হোসেন আলী (১৫) নামে এক বাংলাদেশি মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

নিহত হোসেন আলী উপজেলার গেদুরা ইউনিয়নের কাঁঠালডাঙ্গী গ্রামের মোস্তফার ছেলে। সে ভরনিয়া মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র।

উপজেলার গেদুরা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড সদস্য মঞ্জুরুল ইসলাম জানান, হোসেন আলী শুক্রবার বিকাল পর্যন্ত বাড়িতে ছিল। সন্ধ্যার পর দলবদ্ধ হয়ে বাড়ি থেকে দক্ষিণে ডাবরি সীমান্ত এলাকায় যায়। ওই সময় তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ে সীমান্তের বিপরীতে ভারতের নারগাঁও বিএসএফ চৌকির টহল দল।

এ সময় বিএসএফের বুলেটে হোসেন আলী গুরুতর আহত হয় এবং অন্যরা ফিরে আসে। আহত মাদ্রাসাছাত্রকে উদ্ধার করে ঠাকুরগাঁও শহরে আনার পথে রাত ১১টার দিকে হোসেন আলী ঠাকুরগাঁও রোড এলাকায় তার মৃত্যু হয়।

তার পেটে বুলেটের ক্ষত রয়েছে বলে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউপির সাবেক ওর্য়াড সদস্য শরিফ জানান।

তিনি বলেন, হোসেন আলী তার ফুফার বাড়ি ভরনিয়া গ্রামে থেকে লেখাপড়া করে। সে ওই এলাকার মধ্য ভরনিয়া মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র। শনিবার সকালে তার মরদেহ ফুফার বাড়ি থেকে তার গ্রামের বাড়ি নেয়া হয়।

হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস বলেন, ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর হোসেন আলীর দাফন সম্পন্ন হবে।

পূর্ববর্তী নিবন্ধঅভিনেত্রী হিনা খানের বিরুদ্ধে গহনা চুরির অভিযোগ
পরবর্তী নিবন্ধসব স্রোত মিলেছে সোহরাওয়ার্দী উদ্যানে