ঠাকুরগাঁওয়ে গ্রামবাসীর বনভোজন ভণ্ডুল করল পুলিশ

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
বনভোজন হল না ঠাকুরগাঁও সদর উপজেলার সিঙ্গিয়া মুন্সিপাড়া গ্রামবাসীদের। সব আয়োজন ভণ্ডুল করে দিয়েছে পুলিশ। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বলেন, গ্রামবাসীরা তাদের আয়োজিত বনভোজনে দলের মহাসচিব মির্জা ফখরুলকে নিমন্ত্রণ করেছিল।

বনভোজনের আয়োজক ও জগন্নাথপুর ইউপির সাবেক মেম্বার মো. আলম জানান, আমন ধান ঘরে তোলার পর প্রতি বছর ওই গ্রামের কৃষক পরিবারগুলো বনভোজনের আয়োজন করে। এই আয়োজনে সব বয়সের নারী-পুরুষ অংশগ্রহণ করে।

এবারও প্রতি বছরের মতো এ গ্রামে বনভোজনের আয়োজন করা হয়। এ উপলক্ষে গ্রামের প্রতিটি পরিবার একশ’ টাকা হারে চাঁদা দেয়।

এই চাঁদা দিয়ে সাত মণ মুরগি, এক হাজার ছয়শ’ ডিম এবং ছয় মণ চাল, সবজিসহ বিভিন্ন উপকরণ কেনা হয়। শুক্রবার ভোর থেকে রান্নার কাজ শুরু হয়।

এ খবর শুনে পুলিশ ওই গ্রামে গিয়ে সব আয়োজন ভণ্ডুল করে দেয়। এ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আয়োজকরা নিমন্ত্রণ করে বলে জানান আয়োজক মো. আলম।

এ বিষয়ে ঠাকুরগাঁও থানার ওসি আবদুল লতিফ মিঞা বলেন, এলাকায় পিকনিক স্পর্ট থাকতে অজপাড়া গায়ে এ আয়োজন কেন? এছাড়াও নিরাপত্তাজনিত কারণে এ আয়োজনের অনুমতি দেয়া হয়নি।

 

পূর্ববর্তী নিবন্ধবিজেপির ভিত্তি মিথ্যার উপর প্রতিষ্ঠিত: রাহুল গান্ধী
পরবর্তী নিবন্ধপারলেন না নাসির