ট্রাম্পের স্বাস্থ্যবিমা পাবেন না প্রায় দেড় কোটি লোক

পপুলার২৪নিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর পূর্বসূরি বারাক ওবামার চালু করা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট (‘ওবামা কেয়ার’ নামে যেটি বেশি পরিচিত) বাতিল করে নতুন যে স্বাস্থ্যনীতি চালু করেছেন, তার কারণে ২০১৮ সাল নাগাদ ১ কোটি ৪০ লাখ মার্কিন নাগরিক স্বাস্থ্যবিমা থেকে বঞ্চিত হবেন। আর ২০২৬ সাল নাগাদ বিমাবঞ্চিতদের এই সংখ্যা ২ কোটি ৪০ লাখে পৌঁছাবে।
নিরপেক্ষ বাজেট বিশ্লেষক ও অর্থনীতিবিদদের নিয়ে গঠিত কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও) ট্রাম্পের নতুন বাজেট বিশ্লেষণ করে এমনটা জানিয়েছে।
সিবিও বলেছে, আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট (এএইচসিএ) নামের এই নতুন স্বাস্থ্যনীতি আগামী ১০ বছরে ৩৩ হাজার ৭০০ কোটি ডলারের কেন্দ্রীয় বাজেটঘাটতি কমাবে। খরচ বাঁচানোর পক্ষে থাকা রিপাবলিকান নেতারা কংগ্রেসে এই বিলের পক্ষে সহজেই সম্মতি দেবেন বলে মনে করা হচ্ছে।
ট্রাম্পের নতুন স্বাস্থ্যনীতিকে ‘মেডিকেইড’ নামে ডাকা হচ্ছে। সিবিও বলছে, ২০১৮ সাল নাগাদ মেডিকেইডের অধীনে ৫০ লাখ লোককে স্বাস্থ্যবিমার আওতায় আনা যাবে। আর ২০২৬ সাল নাগাদ এই সংখ্যা ১ কোটি ৪০ লাখে পৌঁছাবে।

পূর্ববর্তী নিবন্ধমুশফিকের বাড়িতে উৎসব আয়োজন
পরবর্তী নিবন্ধভোলায় জাটকা ইলিশসহ বিভিন্ন মাছের পোনা আটক