পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১১ জানুয়ারি সংবাদ সম্মেলন ডেকেছেন।
বৃহস্পতিবার এক টুইট বার্তায় ট্রাম্প এ সংবাদ সম্মেলন ডাকার কথা জানান। খবর এএফপির।
প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর হোয়াইটহাউজ ও তার পারিবারিক ব্যবসায়ের মধ্যে স্বার্থের সংঘাত এড়িয়ে যাওয়ার বিষয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছিলন ম্যানহাটানের রিয়েল স্টেট মুঘল ট্রাম্প।
আগামী ২০ জানুয়ারি বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে দায়িত্ব নেয়ার নয়দিন আগে সংবাদ সম্মেলন ডাকায় ধারণা করা হচ্ছে সেখানে ট্রাম্প তার পরিকল্পনার কথা তুলে ধরবেন।
টুইট বার্তায় ট্রাম্প বলেন, আগামী ১১ জানুয়ারি নিউইয়র্ক শহরে একটি সাধারণ সম্মেলনে তিনি উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গত জুলাইয়ের পর থেকে এ পর্যন্ত কোনো সংবাদ সম্মেলনে হাজির হননি ট্রাম্প। গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এরপর ১৫ ডিসেম্বর একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে যায়।