ট্রাম্পের বন্ধ হয়ে যাওয়া ক্যাসিনো খুলবে, বাংলাদেশিরা খুশি

পপুলার২৪নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ‘তাজমহল’ নামের একটি ক্যাসিনো বন্ধ হয়েছিল পাঁচ মাস আগে। হার্ডরক ইন্টারন্যাশনাল নামের একটি কোম্পানির নেতৃত্বে কয়েকজন বিনিয়োগকারী এই ক্যাসিনো কিনে সেটি আবার চালু করার ঘোষণা দিয়েছেন। এ ঘোষণায় অন্য দেশের অভিবাসী কর্মজীবীদের মতো বাংলাদেশিরা অভিবাসীরাও খুশি।

গত অক্টোবরে তাজমহল ক্যাসিনো বন্ধ হয়ে যাওয়ার পর দুই হাজারের বেশি কর্মী চাকরি হারিয়েছিলেন। তাঁদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাও ছিল উল্লেখ করার মতো। নতুন মালিকানায় ক্যাসিনোটি চালু হলে প্রায় তিন হাজার লোকের কর্মসংস্থান হবে। চাকরিহারা বাংলাদেশিরাও সেখানে কাজ পাবেন।

তাজমহল ক্যাসিনোটি ‘ট্রাম্প তাজমহল’ নামে অধিক পরিচিত। ডোনাল্ড ট্রাম্প ১৯৯০ সালে এটি প্রতিষ্ঠা করেছিলেন।

হার্ড রক ইন্টারন্যাশনাল ঘোষণায় স্বস্তি জানিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ডের সভাপতি আবদুর রফিক বলেন, ‘ক্যাসিনোটি চালুর নতুন ঘোষণায় আমরা অত্যন্ত খুশি। চাকরিহারা প্রবাসী বাংলাদেশিরা অনেকেই চাকরি পাবেন, তাঁদের অর্থনৈতিক দুর্দশা অনেকটা লাঘব হবে। আটলান্টিক সিটি আবার তার হারানো গৌরব ফিরে পাবে।’

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির ট্রাস্টি বোর্ডের সভাপতি সাব্বির হোসেন ভূঁইয়া বলেন, অনেক দিন পর আটলান্টিক সিটির জন্য এটা একটা সুসংবাদ। এর ফলে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ হবে, তেমনি আটলান্টিক সিটির অর্থনীতিতেও গতির সঞ্চার হবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী শামীম বলেন, অনেক অশুভ সংবাদের মাঝে এটা একটা সুসংবাদ। এর ফলে একের পর এক ক্যাসিনো বন্ধ হয়ে যাওয়ায় হতাশায় হাবুডুবু খাওয়া বাংলাদেশ কমিউনিটিতে আশার আলো সঞ্চার হবে। বাংলাদেশ কমিউনিটির লোকজন চাকরি পাবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সাধারণ সম্পাদক শহীদ খান বলেন, এই শুভ সংবাদ বাংলাদেশ কমিউনিটিতে মরা গাঙে বান ডাকার মতো। কয়েকটা ক্যাসিনো বন্ধ হয়ে যাওয়ায় চাকরি হারিয়ে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই যেভাবে হতাশ হয়ে পড়েছিলেন, এই শুভ সংবাদ তাঁদের জন্য আশার আলো হিসেবে কাজ করবে।

ঢাকা গ্রোসারির অন্যতম স্বত্বাধিকারী আজিজুল ইসলাম ফেরদৌস বলেন, এর ফলে ব্যবসা-বাণিজ্য চাঙা হবে, প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান হবে। আটলান্টিক সিটি তার সুদিন ফিরে পেতে পারে।

বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি কাজী লিটন বলেন, ‘হার্ডরক ইন্টারন্যাশনালের এই ঘোষণা স্বাগত জানাই।’

পূর্ববর্তী নিবন্ধবিএনপির বাতিল হলে সবার নিবন্ধনই বাতিল হবে:মোশাররফ
পরবর্তী নিবন্ধআপনাদের মেধা জাতির মঙ্গল বয়ে আনুক-অমিত চাকমা