পপুলার২৪নিউজ ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে গোটা বিশ্বেই রাজনৈতিকভাবে কোণঠাসা করে ফেলেছেন বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি।
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির সঙ্গে এক সাক্ষাৎকারে শামখানি এসব কথা বলেন।
আলী শামখানি আরও বলেন, মুসলিম উম্মাহর শত্রুদের মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীরা ব্যর্থ হওয়ার পর ইসরাইল গাজা ও পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি করেছে।
তিনি বলেন, সিরিয়া ও ইরাকে নিরাপত্তা ফিরে আসার অর্থ হচ্ছে নিরাপত্তা ক্ষেত্রে ইসরাইলের সোনালী সময়ের সমাপ্তি। এর ফলে ফিলিস্তিন ইস্যু আবারও মুসলিম বিশ্বের কাছে প্রধান ইস্যু হিসেবে গণ্য হবে।
শামখানি বলেন, বর্তমানে প্রতিরোধ সংগঠনগুলো এবং মুসলিম বিশ্বের জনমত এটা উপলব্ধি করতে সক্ষম হয়েছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এবং ইসরাইলের কাছে নতিস্বীকারের মাধ্যমে দখলদার ইসরাইলের নৃশংসতা ও উন্মাদনা কমানো যাবে না।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও আচরণের কারণে যুক্তরাষ্ট্রের পুরনো মিত্ররাও দেশটির সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে।