ট্রাম্পের ইসরাইল ফিলিস্তিন শান্তি পরিকল্পনা প্রকাশ জুনে

পপুলার২৪নিউজ ডেস্ক:

দীর্ঘ প্রতীক্ষিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরাইল-ফিলিস্তিন শান্তি পরিকল্পনার প্রথম অংশ আগামী জুনে প্রকাশ করতে যাচ্ছে হোয়াইট হাউস।

বাহরাইনে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনে এটি প্রকাশ করা হবে। প্রস্তাবিত এই পরিকল্পনায় ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকায় বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য উৎসাহ দেয়া হবে বলে রোববার জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

কর্মকর্তারা জানিয়েছেন, বাহরাইনের ওই ‘অর্থনৈতিক কর্মশালা’ সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের শান্তি উদ্যোগের অর্থনৈতিক অংশে ঝাঁপ দিয়ে শুরুর একটি প্রচেষ্টা।

আশা করা হচ্ছে, ইসরাইলি-ফিলিস্তিনি সংঘাতের কেন্দ্রে থাকা কণ্টকাকীর্ণ রাজনৈতিক সংকট সমাধানের প্রস্তাবও এতে থাকবে। তথাকথিত এই শান্তি প্রস্তাবকে ট্রাম্প ‘শতাব্দীর সেরা চুক্তি’ আখ্যা দিয়ে আসছেন।

পূর্ববর্তী নিবন্ধতালিকা করে নারী সেনাদের ধর্ষণ করে মার্কিন নৌসেনারা
পরবর্তী নিবন্ধমানিকছড়িতে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার