পপুলার২৪নিউজ ডেস্ক:
ভালোবাসার নিদর্শন স্বরূপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ উপহার দিতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই উপহারের নাম এডওয়ার্ড স্নোডেন।
সিআইএ ও এফবিআই সূত্রে শুক্রবার এমন খবর দিয়েছে এনবিসি নিউজ। তবে রাশিয়ার পক্ষ থেকে এখনও এ বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।
এমনকি হোয়াইট হাউসও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এনবিসি নিউজকে বলেছে, স্নোডেন ফেরত আসলে তাকে স্বাগত জানানো হবে এবং বিচারকাজ স্বাভাবিক গতিতে চলবে।
তবে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) হয়ে সারাবিশ্বে গুপ্তচর বৃত্তির অভিযোগে শিরোনামে আসেন এডওয়ার্ড স্নোডেন। ২০১৩ সালে সংস্থাটিরই গোপন নথি ফাঁস করে মার্কিন সরকারের চোখে তিনি হয়ে পড়েন অপরাধী।
এরপর আমেরিকা থেকে পালিয়ে রাশিয়ায় আত্মগোপন করে রয়েছেন স্নোডেন। আমেরিকা একাধিক বার তাকে ফেরানোর কথা বললেও রাশিয়া এতদিন তাতে সায় দেয়নি।
রাশিয়ার গোয়েন্দা বিভাগের হয়ে স্নোডেন কাজ করছেন। এজন্য দেশটি তাকে রক্ষা করছেন- আমেরিকার পক্ষ থেকে এমন অভিযোগও উঠেছে। এবার তাকেই আমেরিকার হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন পুতিন।
তবে স্নোডেনকে আদৌ আমেরিকার কাছে ফিরিয়ে দেয়া হবে কি না তা এখনও নিশ্চিত করে জানাতে পারেননি তার আইনজীবী বেন উইজনার। তিনি বলেন, ‘রাশিয়া এখনও এ বিষয়ে আমাকে কিছু জানায়নি।’
তবে আমেরিকার গোয়েন্দা বিভাগ সূত্রে এ খবর সামনে আনার পরই স্নোডেন একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘অবশেষে প্রমাণ হল, আমি রাশিয়ার গোয়েন্দা বিভাগের হয়ে কাজ করিনি।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকেই রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সখ্যতা বজায় রেখে চলছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। হিলারি ক্লিনটনের ডেমোক্রেট শিবির থেকে নির্বাচনে ট্রাম্পকে জেতানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগও করা হয়েছে।