পপুলার২৪নিউজ ডেস্ক:
ক্ষমতা গ্রহণের দ্বিতীয় দিনেই বিশাল নারী বিক্ষোভের মুখোমুখি হয়েছেন সদ্য দায়িত্ব নেয়া আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটনে আয়োজন করা ওই বিক্ষোভে ১০ লাখের বেশি নারী অধিকার কর্মী অংশ নিয়েছেন বলে জানিয়েছে বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
বিবিসির খবরে বলা হয়, বাস ও ট্রেন ভর্তি করে নারী অধিকার কর্মীরা ওয়াশিংটনে আসছেন। নারীদের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘পুরুষতান্ত্রিক আচরণের’ প্রতিবাদ জানাতে এ বিক্ষোভ ডাকা হয়েছে।
নারীরা মনে করছেন ট্রাম্প সরকারের সময় তাদের অধিকার খর্ব হবার ঝুঁকি রয়েছে।