নারায়ণগঞ্জের বন্দরে এক ট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেলের চাপায় মিজানুর রহমান মিজু (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে নৌবাহিনী পরিচালিত বন্দরের সোনাকান্দা ডক ইয়ার্ডের সামনে এই ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান মিজু বন্দরের এনায়েত নগর এলাকার মজিবর রহমানের ছেলে।
ওই ট্রাফিক সার্জেন্টের নাম শহীদ হোসেন। তিনি ডিএমপির গুলশান জোনে কর্মরত।
এলাকাবাসী জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতিতে রাতেই বিষয়টি মীমাংসা হয়।
এ ব্যাপারে কোনো মামলাও হয়নি। পুলিশ মোটরসাইকেলটি আটক করলেও পরে ছেড়ে দেয়।
বন্দর থানার ওসি আবুল কালাম জানান, ডিএমপি গুলশান জোনের সার্জেন্ট শহীদ বৃহস্পতিবার রাতে ডিউটি শেষে সরকারি মোটরসাইকেলে করে নিজ বাড়ি বন্দরের ঘারমোড়ায় ফিরছিলেন। রাত ১০টার দিকে সোনাকান্দা এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় মিজানুর রহমান মিজু নামে এক ব্যক্তিকে চাপা দেন তিনি। এরপর স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর পুলিশ মোটরসাইকেলটি আটক করে থানায় নিয়ে আসে।
পরে নিহতের বাবা মজিবর রহমান, বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেন ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকারের মধ্যস্থতায় সার্জেন্ট শহীদ নিহতের পরিবারকে নগদ ১ লাখ এবং ৪ লাখ টাকার চেক প্রদান করে বিষয়টি সুরাহা করেন।
সমঝোতা হওয়ায় এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানান ওসি।